E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ. সুদানে নদীতে অাছড়ে পড়ল বিমান : নিহত ১৭

২০১৮ সেপ্টেম্বর ০৯ ১৮:২৯:১৩
দ. সুদানে নদীতে অাছড়ে পড়ল বিমান : নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানে যাত্রীবাহী ছোট একটি বিমান বিধ্বস্তে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। রোববার রাজধানী জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পশ্চিমাঞ্চলীয় শহর জিরল যাওয়ার পথে স্থানীয় একটি নদীতে বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির তথ্যমন্ত্রী তাবান আবেলের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জিরল থেকে তথ্যমন্ত্রী আবেল টেলিফোনে রয়টার্সকে বলেন, বিমানটি বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছেন এবং আরো তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ২২ জন যাত্রী ছিলেন; এরমধ্যে দু'জন এখনও নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

মন্ত্রী বলেন, জীবিতদের মধ্যে বেসরকারি সংস্থায় কর্মরত এক ইতালীয় চিকিৎসকের অবস্থা আশঙ্কাজনক। জিরলের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।

একজন প্রতক্ষ্যদর্শী বলেন, বিমানটি একটি নদীতে বিধ্বস্ত হয় এবং পানি থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সুবেক বিমান বিধ্বস্তের ঘটনা নিশ্চিত করেছেন। তবে বিমান বিধ্বস্তের এ ঘটনায় কতজনের প্রাণহানি ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি। রয়টার্স।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test