E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তানজানিয়ায় ফেরিডুবিতে নিহত ৪২

২০১৮ সেপ্টেম্বর ২১ ১৪:৪৮:৩৮
তানজানিয়ায় ফেরিডুবিতে নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ফেরিডুবিতে ৪২ জন নিহত হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৩২ জন। দেশটির লেক ভিক্টোরিয়ায় কয়েক শত যাত্রীসহ একটি ফেরি ডক থেকে কিছুদূর সামনেই ডুবে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা ২০০ ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

দেশটির কর্মকর্তারা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, এ ঘটনায় দুই শতাধিক মানুষ পানিতে ডুবে গেছে। উদ্ধার অভিযান শুক্রবার ভোর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

দেশটির উকোরা এবং বুগোলোরা দ্বীপের পার্শ্ববর্তী একটি উপকূলে এমভি নিয়েরেরে নামের এ ফেরি ডুবির ঘটনা ঘটে। মনে করা হচ্ছে অতিরিক্ত মালবোঝাই জাহাজটি ডকে থাকার সময় একদিক দিয়ে যখন যাত্রীরা উঠছিলো তখনই সেটি উল্টে যায়। কর্মকর্তারা বলছেন, ফেরিটিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিলো।

এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক। সঠিক সংখ্যা এখন পর্যন্ত জানা যায় নি। তাছাড়া ওই ফেরির টিকিট যে বিক্রি করছিলো সেও নিহত হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানা যায়।

দেশটিতে এর আগে ফেরি দুর্ঘটনায় ২০১২ সালে ১৪৫ জন এবং ১৯৯৬ সালে ৫০০ জন নিহত হয়।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test