E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রী মোদীর দ্বারস্থ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব 

২০১৮ সেপ্টেম্বর ২১ ১৫:২৯:১৪
প্রধানমন্ত্রী মোদীর দ্বারস্থ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব 

প্রসেনজিৎ দাস, আগরতলার : রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 

জানা গেছে, দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। এই আলোচনায় রাজ্যের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথাবার্তা হয়। বিশেষ করে রাজ্যের সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন নিয়ে কথা হয়েছে দুজনের। তাছাড়া রাজ্যের অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের আলোচনা হয়েছে। রাজ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে অর্থ বরাদ্দের বিষয়ে মুখ্যমন্ত্রী অবগত করে প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

আরও জানা গেছে, তাঁদের মধ্যে রাজ্যে চলতি মাদক-বিরোধী এবং নেশা কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযান নিয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী এই অভিযান চালিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে সবধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

(পিডি/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test