E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলি গলি মে শোর হ্যায়, চৌকিদার চোর হ্যায় : রাহুল গান্ধী 

২০১৮ সেপ্টেম্বর ২৩ ১৫:৩১:৫৯
গলি গলি মে শোর হ্যায়, চৌকিদার চোর হ্যায় : রাহুল গান্ধী 

প্রসেনজিৎ দাস, আগরতলা (ভারত) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন করে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর মুখে অভিনব শ্লোগান শোনা গেল এদিন। রাজস্থানের দুঙ্গারপুরে এক সভায় তিনি আওয়াজ তুললেন, গলি গলি মে শোর হ্যায় হিন্দুস্তান কা চৌকিদার চোর হ্যায়। বোফর্স কেলেঙ্কারির পর ৮-এর দশকে একই রকম শ্লোগান উঠেছিল বিরোধীদের কণ্ঠে, শ্লোগান ছিল, গলি গলি মে শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়।

এদিনের সভায় ভাষণ দিতে গিয়ে নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির সওয়াল করেছেন রাহুল। তিনি বলেন, ‘‘আমি নির্বাচনে আরও বেশি সংখ্য়ক মহিলা প্রার্থী দেখতে চাই কারণ মহিলাদের অংশগ্রহণ ছাড়া এ দেশে কিছুই ঘটবে না।’তাঁর দল ক্ষমতায় এলে আরও বেশি কর্মসংস্থানের সুযোগের প্রতিশ্রুতি দিয়ে রাহুল গান্ধী বলেন, ‘‘আমি চাই একদিন আপনারা নিজেদের ফোনের পিছনে দেখতে পান সেখানে ‘মেড ইন রাজস্থান’, ‘মেড ইন দুঙ্গারপুর’ লেখা রয়েছে।

মধ্যপ্রদেশে রোড শো করার কয়েকদিন পরেই রাহুল গান্ধী রাজস্থানে এসেছেন। গত ১১ অগাস্ট এ রাজ্যের জয়পুরে রোড শো করেছিলেন তিনি। তার দেড়মাসের মধ্যেই ফের এ রাজ্যে এলেন তিনি।

মঙ্গলবার রাজস্থানে এক সভায় ভাষণ দিতে গিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ, রাহুল গান্ধী সম্পর্কে টিপ্পনি কেটে বলেন, কংগ্রেস নেতা রবি ও খরিফ শস্যের মধ্যে তফাৎ জানেন কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে। তাঁর অভিযোগ, বিরোধী পার্টি কৃষকদের স্বার্থ রক্ষা করতে পারবে না।

নাগৌরের সেই সভায় বিজেপি সভাপতি সেদিন আরও বলেছিলেন, বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু শ্লোগানই দেন না, সে শ্লোগান কীভাবে বাস্তবে পরিণত করতে হবে তাও জানেন তাঁরা। এ বছরই রাজস্থানে বিধানসভা ভোট

(পিডি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test