E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘুষের দায়ে ইন্টারপোল প্রধানকে গ্রেফতার করেছে চীন

২০১৮ অক্টোবর ০৮ ১৬:৩৬:২১
ঘুষের দায়ে ইন্টারপোল প্রধানকে গ্রেফতার করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : চীনে আটককৃত আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সদ্য পদত্যাগকারী প্রধান মেং হংওয়ের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। গত মাসে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে চীন সফরে গিয়ে সেখানে আটক হন তিনি। বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানায় বেইজিং।

সোমবার বেইজিংয়ের সরকারি কর্মকর্তারা বলেছেন, চীনা বংশোদ্ভূত ইন্টারপোলের প্রধান মেং হংওয়ের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

মেং হংওয়ে ইন্টারপোলের প্রধান ও চীনের জননিরাপত্তাবিষয়ক উপ-মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার চীনের এই মন্ত্রণালয় বলছে, মেং হংওয়ে ঘুষ গ্রহণ করেছিলেন। তবে এই অভিযোগ এবং তাকে কোথায় আটকে রাখা হয়েছে সেব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি মন্ত্রণালয়।

চীনের উদ্দেশে ফ্রান্স ত্যাগ করার পর থেকে ইন্টারপোলের এই প্রধান নিখোঁজ রয়েছেন বলে গত শুক্রবার ফরাসী কর্মকর্তারা জানান। রোববার মেংয়ের স্ত্রী তার স্বামীর নিখোঁজ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সংগঠনে চীনা কর্মকর্তাদের নেতৃত্ব নিয়ে সঙ্কট তৈরি করতে পারে মেংয়ের এই ঘটনা। তবে নিখোঁজ কর্মকর্তাকে খুঁজে বের করার ব্যর্থতা ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের জন্য কিছুটা বিব্রতকরও।

এদিকে, রোববার ইন্টারপোলের এক বিবৃতিতে বলা হয়, মেং পদত্যাগ করেছেন এবং আগামী নভেম্বরে নির্বাচন না হওয়া পর্যন্ত ইন্টারপোলের অস্থায়ী প্রধান হিসেবে পালন করবেন দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা। এএফপি।

(ওএস/এসপি/অক্টোবর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test