E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জর্ডানে বন্যায় ভেসে গেল স্কুলবাস, নিহত ১৮

২০১৮ অক্টোবর ২৬ ১৪:৪১:২৭
জর্ডানে বন্যায় ভেসে গেল স্কুলবাস, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানের মৃত সাগরের কাছে একটি স্কুলবাস বন্যার জলে ভেসে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী। বৃহস্পতিবার বৃহস্পতিবার মৃত সাগরের কাছাকাছি জারা মাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ বাসটিতে করে শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিল।

বিবিসি জানিয়েছে, বাসটিতে ৩৭ জন শিক্ষার্থী ও সাত জন স্কুলের কর্মকর্তা ছিলেন। বাসটি জারা মাইন এলাকার দিকে যাওয়ার পথে জলের প্রবল স্রোতে ভেসে যায়৷ এই ঘটনার পরেই উদ্ধার কাজ শুরু করে প্রশাসন৷ কাদাধসে আটকে পড়া প্রায় ৩৪ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে৷ এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

যে সব ছাত্রদের মৃত্যু হয়েছে, তাদের প্রত্যেকের বয়সই ১৪ বছরের নীচে৷ হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি রাখারও নির্দেশিকা জারি করা হয়েছে৷ নিহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার আবহাওয়া এমনিতেই খারাপ ছিল ওই এলাকায়৷ প্রথম শীতকালীন ঝঞ্ঝা ও ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল৷ বন্যার কোনো আগাম খবর ছিল না৷

জর্ডানের অনুরোধে উদ্ধারকাজে অংশ নিয়েছে ইসরায়েলের বাহিনী। এরই মধ্যে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ওমর রাজ্জাক। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি৷

(ওএস/এসপি/অক্টোবর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test