E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্লেনটি ভূপাতিত, কোনো বিপদ সংকেত দেয়নি

২০১৪ জুলাই ১৮ ০৫:০০:১১
প্লেনটি ভূপাতিত, কোনো বিপদ সংকেত দেয়নি

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আগে থেকেই বিবাদমান অঞ্চলের আকাশসীমায় উড়োজাহাজটির ভূপাতিত হওয়ার খবর জানিয়ে আসছিল।

এবার সেটা নিশ্চিত করলেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাকও। তিনি বলেছেন, ভূপাতিত হওয়ার আগে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত কোনো ধরনের বিপদ সংকেত দেয়নি উড়োজাহাজটি।

বৃহস্পতিবার মধ্যরাতে সেপাং শহরের একটি হোটেলে রাজাকের দেওয়া এ বক্তব্যে ২৯৫ জন আরোহীসহ উড়োজাহাজটিকে মিসাইল হামলায় অথবা গুলি করে ভূপাতিত করা হয়েছে বলেই স্পষ্ট হয়ে গেল।

মালয়েশিয়ান প্রধানমন্ত্রী দাবি করেন, ফ্লাইটটির রুট জাতিসংঘের বেসামরিক বিমান পরিবহন সংস্থা (আইসিএও) কর্তৃক নিরাপদ ঘোষিত ছিল এবং আন্তর্জাতিক বিমান পরিবহন জোটের বিবৃতি অনুযায়ী ফ্লাইটটি যখন উড়ছিল তখনও কোনো ধরনের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ইঙ্গিত পায়নি।

তিনি জানান, ইউক্রেনিয়ান কর্তৃপক্ষ মনে করছে উড়োজাহাজটিকে ভূপাতিত করা হয়েছে, তবে মালয়েশিয়া এখনই এ বিষয়ে কিছু বলতে পারছে না।

সেপাং শহরের সামা সামা হোটেলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা নিশ্চিত যে উড়োজাহাজটিকে ভূপাতিত করা হয়েছে, এখন এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করাই প্রধান কাজ।

নাজিব জানান, তিনি ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর সঙ্গে কথা বলেছেন, পোরোশেঙ্কো থাকে এ ঘটনার পূর্ণ ও নিগূঢ় তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মালয়েশীয় প্রধানমন্ত্রী আরও জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও কথা বলেছেন এবং তারা এ ঘটনা তদন্তে আন্তর্জাতিক প্রতিনিধিদের ঘটনাস্থলে প্রবেশের ব্যাপারে একমত হয়েছেন, এছাড়া এখনও ওই উড়োজাহাজটির ব্ল্যাক বক্সের (ফ্লাইট রেকর্ডার) কাছে কেউ পৌঁছাতে পারেনি বলে জানতে পেরেছেন।

নাজিব বলেন, এটা মালয়েশিয়‍ার জন্য অনেক বড় শোকের দিন, পুরো বছরটিই শোকের সাগরে কাটছে মালয়েশিয়ানদের। ফ্লাইটে অনেক দেশের যাত্রীই ছিলেন, কিন্ত‍ু আমরা সবাই মানুষ।

নেদারল্যান্ডের রাজধানী আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি বৃহস্পতিবার আন্তর্জাতিক সময় ১৪টা ১৫ মিনিটে ইউক্রেনের শাখতেরেস্ক এলাকায় বিধ্বস্ত হয়। রুশ সীমান্ত থেকে স্থানটির দূরত্ব ৫০ কিলোমিটার। উড়োজাহাজটি আমস্টার্ডাম থেকে আন্তর্জাতিক সময় ১২টা ১৪ মিনিটে উড়াল দেয়। মালয়েশিয়া সময় পরের দিন অর্থাৎ শুক্রবার ভোর ৬টা ৯ মিনিটে এটি কুয়ালালামপুরে পৌঁছার কথা ছিলো।

(ওএস/অ/জুলাই ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test