E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৭৫ টাকার কয়েন আনছে ভারত

২০১৮ নভেম্বর ১৬ ১৫:২১:৩৫
৭৫ টাকার কয়েন আনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতবর্ষের স্বাধীনতার আগেই প্রথম তেরঙা (তিন রঙ বিশিষ্ট পতাকা) উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে এই তেরঙা উত্তোলন করেন তিনি। নেতাজির সেই তেরঙা উত্তোলনকে স্মরণ করতে এবং এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ টাকার বিশেষ কয়েন আনছে দেশটির সরকার।

ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পোর্ট ব্লেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসুর তেরঙা পতাকা তোলার ৭৫তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিনই ৭৫ টাকার কয়েন প্রকাশ করা হবে।

এক একটি কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম। ৫০ শতাংশ রূপা, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ দস্তা দিয়ে তৈরি করা হবে এই কয়েন।

এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখার জন্য কয়েনের একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকবে। ছবিতে সেলুলার জেলের সামনে দাঁড়িয়ে নেতাজি পতাকা উত্তোলন করছেন, সেটাই দেখানো থাকবে। এ ছাড়া এই ছবির তলায় ৭৫তম বর্ষপূর্তির কথাও লেখা থাকবে। এই লেখা ছাড়াও দেবনাগরী ও ইংরেজিতে লেখা থাকবে ‘প্রথম পতাকা উত্তোলন দিবস’।

এ ছাড়া ভরতের প্রথম পতাকা উত্তোলনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

(ওএস/এসপি/নভেম্বর ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test