E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলতি বছর ৫৪ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল

২০১৮ ডিসেম্বর ২০ ১৭:২৩:৫০
চলতি বছর ৫৪ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনাদের হাতে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৫৪ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এসময়ের মধ্যে ইসরায়েলি সেনারা আটক করেছে ৯শ শিশুকে। দ্যা হিউম্যান রাইটস সেন্টার এসব তথ্য তুলে ধরেছে।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছর যেসব শিশু নিহত ও আটক হয়েছে তার শতকরা ৮০ ভাগ গাজা উপত্যকার। দ্যা হিউম্যান রাইটস সেন্টারের মানবাধিকার সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল ঠাণ্ডা মাথায় এবং ধারাবাহিকভাবে ফিলিস্তিনি শিশুদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

ফিলিস্তিনি সেন্টার ফর স্টাডি অ্যান্ড ডেভলপমেন্টেশনের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল শুধু সামরিক আদালতে বিচারের মধ্যে শিশুদের অধিকার লঙ্ঘনের ঘটনা সীমাবদ্ধ রাখেনি বরং যখন আটক করা হয় তখন থেকেই লঙ্ঘনের ঘটনা শুরু হয়।

এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি শিশুদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাদের চোখ ও হাত বাধা থাকে এবং তাদেরকে মারধর ও অপমান করা হয়। ইসরায়েলি সেনাদের হাতে সর্বশেষ শহীদ হওয়া শিশুটি ছিল গাজার খান ইউনুস শহরের এবং তার বয়স মাত্র চার বছর।

(ওএস/এসপি/ডিসেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test