E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিউজিল্যান্ডে বর্ষবরণ, প্রস্তুত বিশ্ব

২০১৮ ডিসেম্বর ৩১ ১৮:৩৫:০৪
নিউজিল্যান্ডে বর্ষবরণ, প্রস্তুত বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক : বরাবরের মতো এবারও থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে প্রস্তুত বিশ্ববাসী। প্রতিবছরই বিশ্বজুড়ে রাতটি উদযাপন হয়ে থাকে। যদিও সময়ের তারতম্য হিসেব করে এরইমধ্যে বেশ কয়েক দেশে শুরু হয়ে গেছে থার্টি ফার্স্ট নাইট উৎসব। এর মধ্যে নিউজিল্যান্ড বরণ করে নিয়েছে ২০১৯ সালকে, এখন চলছে বছরের প্রথম রাত হিসেবে নানা আয়োজন।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ দেশটির কিউই জাতি আতশবাজির মাধ্যমে নতুন ইংরেজি বছরকে বরণ করে নিতে শুরু করে। তাছাড়া উৎসবের অংশ হিসেবে শহুরে এলাকার বিভিন্ন পয়েন্টের রেস্তোরাঁগুলোতে বাহারি খাবার পরিবেশন করা হচ্ছে। সেইসঙ্গে সংগীত উৎসব হচ্ছে নানা গুরুত্বপূর্ণ জায়গায়।

আর থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে নিউজিল্যান্ডসহ বিশ্বজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, দেশটির বেশিরভাগ অঞ্চলে আবহাওয়া অনুকূলে থাকায় উৎসবটি সুন্দরভাবে পালনা করা যাচ্ছে। কিন্তু দেশজুড়ে উষ্ণতা প্রবাহিত শুরু হওয়ায় উদযাপনে কিছুটা প্রভাব পড়তে পারে। যদিও কিউইরা যথাযথভাবে উৎসব পালন শুরু করেছে। সেজন্য তারা জরুরি পরিষেবা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রেখেছে।

উষ্ণতা টপকে ইংরেজি বর্ষবরণ উৎসব করতে দেশটিতে প্রস্তুত রাখা হয়েছে ১১১টি জরুরি অ্যাম্বুলেন্সও, যা কল দিলেই সার্বক্ষণিক সেবা দিতে তৈরি। এছাড়াও বিভিন্ন যানবাহন প্রস্তত রাখা হয়েছে, যদি উৎসবে কোনো ধরনের সমস্যা বা বিশৃঙ্খলা দেখা দেয় তার জন্য।

(ওএস/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test