E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেপাল-ভুটানকে ভারতের অংশ বলে হাসির খোরাক ট্রাম্প

২০১৯ ফেব্রুয়ারি ০৪ ১২:৪৮:৩৯
নেপাল-ভুটানকে ভারতের অংশ বলে হাসির খোরাক ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নেপাল ও ভুটানকে ভারতের অংশ বলে মনে করতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসে এক বৈঠকে এমনটি জানান তিনি। সেই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিনী সাপ্তাহিক ম্যাগাজিন  টাইম। এই ঘটনা প্রকাশ্যে আসার পর হাসির খোরাক হয়েছেন ট্রাম্প।

মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে টাইম জানিয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে বিশেষ বৈঠক চলছিল। আলোচনার বিষয়বস্তু ছিল দক্ষিণ এশিয়া। কথাবার্তা চলাকালীন হঠাৎই মানচিত্রে আঙুল রেখে ভুটান এবং নেপালকে ভারতের অংশ বলে দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মুখে এমন কথা শুনে অস্বস্তিতে পড়েন গোয়েন্দারা। তবে সাহস করে একজন তাকে বোঝান, নেপাল আসলে একটি স্বাধীন দেশ। পর মুহূর্তেই ভূটান ভারতের অংশ বলে ওই গোয়েন্দা আধিকারিকের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি। তখন তাকে বোঝানো হয় ভুটানও একটি স্বাধীন দেশ। সার্ক গোষ্ঠী কাকে বলে তাও বলা হয় ট্রাম্পকে।

ভারত, ভুটান, নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলি যে সার্কের সদস্য তা ব্যাখ্যা করে ট্রাম্পকে বুঝিয়ে দেন গোয়েন্দা কর্মকর্তারা। ভুল শুধরে দেয়ার পরও বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প। এছাড়া প্রেসিডেন্টের ভুল শুধরে দেওয়া যে ওই অফিসারের কাজ নয়, তাও মনে করিয়ে দেন তিনি।

টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, তার সঙ্গে একমত না হলেই প্রচণ্ড রেগে যান ট্রাম্প। যে কারণে প্রেসিডেন্টকে শলা-পরামর্শ দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে গোয়েন্দাদের। তবে ভূগোলে যে ডোনাল্ড ট্রাম্পের তেমন দখল নেই, দক্ষিণ এশিয়ার রাজনীতি সম্পর্কে তিনি তেমন ওয়াকিবহাল নন, তার প্রমাণ আগেও মিলেছে।

২০১৭ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের আগে এক বৈঠকে নেপালকে ‘নিপল’ এবং ভুটানকে ‘বাটন ’ বলেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

রাশিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি ভেঙে বেরিয়ে আসার পর ট্রাম্প দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে নতুন করে ঘুঁটি সাজাচ্ছেন বলে খবর মিলেছে। সেজন্যই তিনি ওই দিন হোয়াইট হাউসে পেন্টাগন কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পরবর্তী রণকৌশল ঠিক করতে। সেখানেই আফগানিস্তান প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে নেপাল ও ভুটান প্রসঙ্গও চলে আসে।

ক্ষমতায় আসার পর থেকেই গোয়েন্দাদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না ট্রাম্পের। সম্প্রতি ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে জানান ট্রাম্প। তবে গোয়েন্দা কর্মকর্তারা রিপোর্ট করেন যে ইরান একাজ করছে না। এতে গোয়েন্দা কর্মকর্তাদের ওপর ক্ষুদ্ধ হয়ে ট্রাম্প তাদেরকে 'আনাড়ি' আখ্যা দিয়ে আবারো স্কুলে ক্লাস করতে বলেন। তবে দক্ষিণ এশিয়া বিষয়ে ট্রাম্পের জ্ঞান দেখে এবার তাকেই নতুন করে ভুগোল শেখার পরামর্শ দিয়েছেন বিরোধীরা।

(ওএস/অ/ফেব্রুয়ারি ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test