E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাবুল বিমানবন্দরের কাছে বোমা হামলায় নিহত ৪

২০১৪ জুলাই ২২ ১২:১১:৩৬
কাবুল বিমানবন্দরের কাছে বোমা হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে মঙ্গলবার এক তালেবান সদস্যের আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে তিনজন বিদেশি উপদেষ্টা ও একজন আফগান দোভাষী বলে জানিয়েছে পুলিশ। তবে নিহত বিদেশি উপদেষ্টারা কোন দেশের নাগরিক, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিমানবন্দরটি লক্ষ্য করে কয়েক দিন আগেও হামলা চালানো হয়েছিল। সামরিক ও বেসমারিক উভয় প্রয়োজনেই বিমানবন্দরটি ব্যবহার করা হয়।

এদিকে মঙ্গলবারের এই হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

এই হামলায় কমপক্ষে ১৫ জন সেনা হতাহত হয়েছেন ও অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

ন্যাটোর নেতৃত্বাধীন সেনাবাহিনী ১২ বছর ধরে তালেবানবিরোধী অভিযান চালাতে কাবুল বিমানবন্দরটি ব্যবহার করে আসছিল।

সেনাবাহিনী, পুলিশ, তল্লাশি চৌকি ও গার্ড টাওয়ার ব্যবহারের মাধ্যমে বিমানবন্দরটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এই বিমানবন্দরটি লক্ষ্য করে তালেবান সদস্যরা প্রায়ই রকেট হামলা চালালেও এ ধরনের সম্মুখ হামলা কমই হয়ে থাকে। সূত্র : রয়টার্স

(ওএস/এইচআর/জুলাই ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test