E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

২০১৯ ফেব্রুয়ারি ২৭ ১৪:৪৯:০৫
ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বুদগাম শহরে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই যুদ্ধবিমানের দুই পাইলটও নিহত হয়েছেন।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ওই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পুলিশ।

এ ব্যাপারে বুদগাম শহরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, শিগগিরই ভারতীয় বিমান বাহিনীর প্রযুক্তিগত দল এসে ঘটনাস্থলে পৌঁছাবে এবং এটি খতিয়ে দেখবে। এখন পর্যন্ত আমরা দু’টি মরদেহ উদ্ধার করেছি।

সংবাদ সংস্থা পিটিআই’র প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার স্থানীয় সময় ১০টা ৫ মিনিটে বুদগাম শহরের গারেন্দ কালান গ্রামের একটি উন্মুক্ত মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।

কর্তৃপক্ষ জানায়, বিধ্বস্তের পর বিমানটি দু’ভাগ হয়ে যায় এবং এতে আগুন ধরে যায়। সেসময় একটি মরদেহ দেখা যায়।

এ ঘটনার জেরে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের এয়ারপোর্টগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজৌরির নৌশেরা সেক্টরের আকাশসীমায় পাকিস্তানি যুদ্ধবিমান প্রবেশের খবর পাওয়া গেছে।

এর আগে বুধবার সকালে কাশ্মীরের সোপিয়ান শহরে বন্দুকযুদ্ধে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের দুই জঙ্গি নিহত হয়েছে। এতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে ভারত।

গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে কাশ্মীরের পুলওয়ামা জেলায় ভারতের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে হামলা চালালে বাহিনীর ৪৪ জওয়ান নিহত হন।

এরই জেরে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে পাকিস্তানের বালাকোট শহরে জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। হামলায় প্রায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। এর একদিন পরেই এসব ঘটনাগুলো ঘটছে। এতে দু’দেশের মধ্যে বইছে তুমুল উত্তেজনা।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test