E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাদুঘর থেকে নেপোলিয়নের সামগ্রী চুরি

২০১৪ এপ্রিল ১৬ ১১:০৯:১২
জাদুঘর থেকে নেপোলিয়নের সামগ্রী চুরি

অস্ট্রেলিয়ার 'দ্য ব্রায়ার্স' জাদুঘর থেকে চুরি হয়ে গেল ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের ব্যবহার করা বেশ কয়েকটি সামগ্রী৷ জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, পিছন দিকের একটি বাথরুমের জানলা ভেঙে জাদুঘরে ঢুকেছিল দুষ্কৃতীরা৷

রত্নখচিত একটি আংটি, একটি নস্যির কৌটো, সম্রাটের নিজের হাতে সেলাই করা একটি রিবন এবং তাঁর মাথার কয়েকটি চুল- এই অমূল্য সামগ্রীগুলোই জাদুঘর থেকে চুরি হয়ে গিয়েছে বলে খবর৷ জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সামগ্রীগুলি অস্ট্রেলিয়ায় এনেছিলেন আলেকজান্ডার বালকোম্ব নামে এক ইংরেজ৷ ওয়াটার্লুর যুদ্ধে পরাজিত হওয়ার পর নেপোলিয়নকে যখন সেন্ট হেলেনা দ্বীপে বন্দি রাখা হয়েছিল, সেই সময় তাঁর সঙ্গে সেখানে দেখা করতে গিয়েছিল আলেকজান্ডার৷ তাঁর বয়স তখন নিতান্তই কম৷ বন্দি সম্রাটের কোলে বসে বেশ কিছুক্ষণ খেলাও করেছিল সে৷

চলে আসার আগে আলেকজান্ডারের প্রতি স্নেহবশত নিজের ব্যবহার করা কয়েকটি সামগ্রী উপহার দেন নেপোলিয়ন৷ ১৮৪৬ সালে পাকাপাকি ভাবে অস্ট্রেলিয়ার বাসিন্দা হন আলেকজান্ডার৷ তখন থেকেই ওই সামগ্রীগুলি মেলবোর্নে রয়েছে৷

চুরি সময় দুষ্কৃতীরা বলপ্রয়োগে ক্যাবিনেটের পাল্লা ভেঙে নেপোলিয়নের ব্যবহূত বস্ত্তগুলি বের করে নেয়৷ চুরি যাওয়ার এই ঘটনাকে অপূরণীয় ক্ষতি বলে দাবি জাদুঘরের৷

(ওএস/এইচ/এপ্রিল ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test