E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতে বাস নর্দমায় পড়ে ২৯ জনের মৃত্যু

২০১৯ জুলাই ০৮ ১৩:০১:১০
ভারতে বাস নর্দমায় পড়ে ২৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি বাস নর্দমায় পড়ে যাওয়ার ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। ছয় লেনের যমুনা এক্সপ্রেসওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। বাসটি সড়ক থেকে ১৫ ফুট নিচে পড়ে গেছে।

১৬৫ কিলোমিটার দীর্ঘ যমুনা এক্সপ্রেসওয়ে নয়ডার সাথে উত্তর প্রদেশের আগরাকে সংযুক্ত করেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি লক্ষ্ণৌও থেকে দিল্লির দিকে যাচ্ছিল।

উত্তর প্রদেশের পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, লক্ষ্ণৌও থেকে দিল্লিগামী স্লীপার কোচের একটি যাত্রীবাহী বাস যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলিত হয়েছে। এটি রাস্তা থেকে ১৫ ফুট নিচে একটি নর্দমায় গিয়ে পড়েছে। এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বাসের চালকের ঘুমের কারণে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং এটি রাস্তা থেকে নর্দমায় গিয়ে পড়েছে।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এই ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন।

(ওএস/এসপি/জুলাই ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test