E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গ্রিসে শক্তিশালী ঝড়ে ৬ পর্যটকের মৃত্যু

২০১৯ জুলাই ১১ ১৪:০১:৫১
গ্রিসে শক্তিশালী ঝড়ে ৬ পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে একটি শক্তিশালী ঝড়ে ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৩০ জন। গ্রিসের উত্তরাঞ্চল জুড়েই প্রবল ঝড় বয়ে গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাতে গ্রিসের উত্তরাঞ্চলীয় থেসালোনিকি শহরের কাছে হালকিদিকিতে প্রবল ঝড়, ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টিতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে।

প্রবল ঝড়ে পর্যটকদের বহনকীরী একটি গাড়ি উল্টে চেক প্রজাতন্ত্রের এক দম্পতি, রোমানিয়ার দু'জন এবং রাশিয়ার দুই পর্যটক নিহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া উদ্ধার কাজে শতাধিক উদ্ধারকর্মীকে মোতায়েন করা হয়েছে।

গ্রিসে প্রচণ্ড গরমের মধ্যেই এমন ঝড় বৃষ্টিকে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির উত্তরাঞ্চলের নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান চারালামবোস স্টেরিয়াডিস।

গত দু'দিন ধরে সেখানকার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ঝড়ে গাছ পালা উপড়ে গেছে, যানবাহন উল্টে গেছে এবং অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

(ওএস/এসপি/জুলাই ১১, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test