E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৈঠকের ঘোষণা দিয়েই ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

২০১৯ অক্টোবর ০২ ১১:৩৯:৫১
বৈঠকের ঘোষণা দিয়েই ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র একদিন আগেই উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও আলোচনায় বসতে যাচ্ছে। এর মধ্যেই বুধবার কমপক্ষে একটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এবং জাপানের কর্মকর্তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ায় যৌথ বাহিনীর প্রধান জানিয়েছেন, বুধবার সকালে উত্তর কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাংওন প্রদেশের ওনসান বন্দরের কাছে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এটি ৪৫০ কিলোমিটার দূরত্বে গিয়ে জাপান সাগরে পড়েছে।

এক বিবৃতিতে জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া সম্ভবত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। সাগরে থাকা বিভিন্ন জাহাজকে সতর্ক থাকতে বলা হয়েছে। জাপান সরকারের মুখপাত্র ইয়োসিহাইড সুগা বলেন, কয়েক মিনিটের ব্যবধানে উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) পড়েছে।

গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বৈঠকের পর এ নিয়ে নয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কোরীয় দ্বীপে পরমাণু নিরস্ত্রিকরণের বিষয়ে দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হয়। এরপর গত ফেব্রুয়ারিতেও দ্বিতীয়বারের মতো বৈঠক করেন কিম এবং ট্রাম্প।

যদিও ওই বৈঠক ব্যর্থ হয়েছে। কারণ শেষ পর্যন্ত তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। মাত্র একদিন আগেই পিয়ংইয়ংয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে শনিবার কার্যকরী আলোচনীয় যেতে সম্মত রয়েছে।

(ওএস/এসপি/অক্টোবর ০২, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test