E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

২০১৯ অক্টোবর ১৭ ১৩:৪৪:৩৭
ফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে দেশটির দক্ষিণে আঘাত হানা এ ভূমিকম্পে চার জন নিহত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রাত ৭টা ৩৭ মিনিটে মিন্দানাও প্রদেশের ৬৯ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমের শহর জেনারেল সান্তোসে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিলো দাভাও শহরের ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা কাউন্সিল (এনডিআরআরএমসি) জানিয়েছে, দাভাও ডেল সুর প্রদেশের ম্যাগসেসে এলাকায় ভূমিধসে দুজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। টুলুনান এলাকায় নিহত হয়েছে এক শিশু এবং আহত হয়েছে দুজন। এছাড়া ভূমিকম্পে হৃদক্রিয়া বন্ধ হয়ে কোটাবাটো এলাকায় একজনের মৃত্যু হয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের শহর দাভাওতেও কম্পন অনুভূত হয়েছে।

কিদাপাওয়ান সিটির বাসিন্দা রাপার্প রাফায়েল বলেন, ‘আমি যখন গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিলাম তখন অত্যন্ত শক্তিশালী কম্পন অনুভব করি। আমি গাড়ি থামিয়ে দেখলাম হাসপাতাল থেকে রোগী ও অন্যান্য লোকজন দৌড়ে বের হয়ে যাচ্ছে।’


(ওএস/অ/অক্টোবর ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test