E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ক্যালিফোর্নিয়ায় পারিবারিক অনুষ্ঠানে গোলাগুলি, হতাহত ১০

২০১৯ নভেম্বর ১৮ ১৪:৩২:৩১
ক্যালিফোর্নিয়ায় পারিবারিক অনুষ্ঠানে গোলাগুলি, হতাহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পারিবারিক একটি অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। রবিবার একটি পরিবারের লোকজন বাড়ির পেছনে ফুটবল দেখা উপভোগ করছিলেন। ঠিক সে সময়ই অজ্ঞাত বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায়।

বাড়িতে বসে পরিবারের সদস্য এবং বন্ধুদের নিয়ে ফুটবল খেলা দেখছিলেন ওই বাড়ির লোকজন। কিন্তু সেখানে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এটা কেউ ভাবতেও পারেনি।

স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে ওই গোলাগুলির ঘটনা ঘটে। তারপরেই কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়। ফেসনো পুলিশের মুখপাত্র বিল ডোলেই বলেন, আমরা বাড়ির পেছনের উঠান থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছি।

স্থানীয় গণমাধ্যমের খবরে নিহতের সংখ্যা চার বলে জানানো হলেও পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, নয়জন গুলিবিদ্ধ হয়েছে।

(ওএস/এসপি/নভেম্বর ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

০৮ জুলাই ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test