E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

রাজস্থানে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৪

২০১৯ নভেম্বর ১৮ ১৬:২৬:৩৮
রাজস্থানে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানে একটি বাস এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন। পুলিশ জানিয়েছে, রাজস্থানের বিকানের জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে।

ওই বাসটি বিকানের থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে দুনগড়গড়ের কাছে বাসটি দুর্ঘটনা কবলিত হয়েছে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। হাসপাতালে মারা গেছে আরও চারজন। আহতরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি এক টুইট বার্তায় বলেন, বিকানের-জয়পুর হাইওয়ের ১১ নং জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনার খবরে আমি ব্যথিত। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

(ওএস/এসপি/নভেম্বর ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

০৮ জুলাই ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test