E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২১ বছর বয়সেই ভারতের বিচারপতি

২০১৯ নভেম্বর ২২ ১৫:৩৬:২৫
২১ বছর বয়সেই ভারতের বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সবচেয়ে তরুণ বিচারপতির তকমা পেতে চলেছেন জয়পুরের বাসিন্দা মায়াংক প্রতাপ সিং। মাত্র ২১ বছর বয়সেই বিচারপতি হতে চলেছেন তিনি। প্রথম চেষ্টাতেই রাজস্থানের বিচারবিভাগের পরীক্ষায় উত্তীর্ন হয়ে ইতিহাস সৃষ্টি করলেন মায়াংক।

গত এপ্রিলে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ বছরের এলএলবি কোর্স শেষ করেন মায়াংক। তারপর রাজস্থানের বিচারবিভাগের পরীক্ষায় প্রথমবারই উত্তীর্ন হন তিনি।

মায়াংক জানিয়েছেন, বরাবরই বিচারকের চাকরি করার ইচ্ছা তার। তাই এলএলবি শেষ হতেই বিচারবিভাগের পরীক্ষায় বসেন তিনি। সেই স্বপ্ন শুধু সফল হচ্ছে তা নয়, পাশাপাশি ইতিহাসেও নিজের নাম লিখে ফেলছেন এই তরুণ।

চলতি বছরেই রাজস্থান হাইকোর্ট বিচার বিভাগের পরীক্ষায় বসার ন্যূনতম বয়স ২৩ থেকে কমিয়ে ২১ করা হয়। দু'বছর প্রোবেশনে থাকার পর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ শুরু করবেন মায়াংক।

(ওএস/এসপি/নভেম্বর ২২, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test