E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মার্কেস আর নেই

২০১৪ এপ্রিল ১৮ ০৯:৩৫:৫৫
মার্কেস আর নেই

আন্তর্জাতিক ডেস্ক : নোবেলজয়ী, সমকালীন বিশ্বসাহিত্যে জাদু বাস্তবতার অন্যতম দিকপাল গাব্রিয়েল গার্সিয়া মার্কেস আর নেই।

১৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। ফুসফুস ও মূত্রনালি সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

পরিবারের পক্ষে মুখপাত্র ফার্নান্দা ফ্যামিলিয়ার টুইটারের মাধ্যমে মার্কেসের মৃত্যুর সংবাদ প্রকাশ করেন।

স্প্যানিশ ভাষার সর্বকালের অন্যতম সেরা সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের জন্ম কলম্বিয়ায় হলেও তিনি মেক্সিকোতে বাস করতেন।

এর আগে গত ৩১ মার্চ তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি কিছুটা সুস্থ হয়ে ৯ এপ্রিল বাসায় ফেরেন।

তার লেখা ‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচ্যুড’ বিবেচিত হয় বিশ্বসাহ্যিতের অমূল্য রত্ন হিসেবে। ১৯৬৭ সালে প্রকাশিত এ বইটি বিশ্বজুড়ে তিন কোটি কপি বিক্রি হয়।

১৯২৭ সালের ৬ মার্চ জন্ম নেয়া দক্ষিণ আমেরিকার এই কিংবদন্তি সাহিত্যিক বিশ্বসাহিত্যে অবদানের জন্য ১৯৮২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।

মার্কেসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।

তার অনবদ্য রচনাগুলোর মধ্যে রয়েছে- ‘ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচ্যুড’, ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’ ইত্যাদি।

(ওএস/এইচআর/এপ্রিল ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test