E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনার বিস্তার ঠেকানোর পথ সংকুচিত হয়ে যাচ্ছে!

২০২০ ফেব্রুয়ারি ২২ ১৫:৫৮:২৭
করোনার বিস্তার ঠেকানোর পথ সংকুচিত হয়ে যাচ্ছে!

আন্তর্জাতিক ডেস্ক : চীন থেকে উৎপত্তি হয়ে বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এনিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুসের মতে, দিন দিন করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের পথ আরও ছোট হয়ে আসছে।

এ পর্যন্ত বিশ্বের অন্তত ২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। এতে শুধু (চীনেই প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩৪৫ জন, আক্রান্ত ৭৬ হাজার ২৮৮। চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের যাত্রীরা। এর ৩ হাজার ৭০০ আরোহীর মধ্যে অন্তত ৬৩৪ জনের শরীরে এনসিওভি-১৯ ধরা পড়েছে।

এছাড়া দেশ হিসেবে চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়া। দেশটিতে এ পর্যন্ত ৩৪৬ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এছাড়া সিঙ্গাপুর ৮৬, হংকং ৬৯, থাইল্যান্ড ৩৫, তাইওয়ান ২৬, মালয়েশিয়া ২২, ইরানে ১৮ জনসহ বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৭৬৭ জনে।

করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা বেশিরভাগই চীনে হলেও গত এক সপ্তাহ ধরে অন্যান্য দেশেও এর সংখ্যা বাড়ছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত ইরানে চারজন, জাপানে তিনজন, হংকং-দক্ষিণ কোরিয়ায় দু’জন করে এবং তাইওয়ান, ফিলিপাইন, ফ্রান্স ও ইতালিতে একজন করে মারা গেছেন।

ড. টেড্রসের মতে, চীনের বাইরে করোনাভাইরাস আক্রান্তের হার কম হলেও এর বিস্তারের ধাঁচ আশঙ্কাজনক। তিনি বলেন, করোনাভাইরাস আক্রান্তের ঘটনা বাড়তে থাকায় আমরা উদ্বিগ্ন। তবে ভাইরাস আক্রান্তদের সংস্পর্শ বা ভ্রমণ বৃত্তান্তের মতো মহামারি সংক্রান্ত সুনিশ্চিত কোনও যোগসূত্র তাদের কাছে নেই বলেও জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। পাশাপাশি, এই সংকট মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা নিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ভাইরাস প্রাদুর্ভাবে দক্ষিণ কোরিয়ায় একদিনেই আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। শুক্রবার প্রথমবারের মতো সংক্রমণ ধরা পড়েছে ইসরায়েল ও লেবাননে। প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে ইরানের আধা ডজন শহরে। নতুন রোগীর সংখ্যা বেড়েছে ইতালি ও জাপানেও।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে গতকাল সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা ‘খুবই সংকটাপন্ন’ বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন। বিবিসি, সিএনএন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test