E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাশিয়ায় আরও একটি পারমাণবিক আইসব্রেকার তৈরী হচ্ছে

২০২০ এপ্রিল ২৬ ১৭:২৫:২৪
রাশিয়ায় আরও একটি পারমাণবিক আইসব্রেকার তৈরী হচ্ছে

স্বপন কুমার কুন্ডু : নতুন একটি পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার-লিডার এর নির্মাণের লক্ষ্যে রুশ রাষ্ট্রীয় কর্পোরেশন রসাটম দেশটির শীর্ষস্থানীয় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান এসভেজদার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। 

আইসব্রেকারটির কমিশনিং হবে আগামী ২০২৭ সালে। গত ২৩ এপ্রিল রসাটমের অঙ্গপ্রতিষ্ঠান ফুসে এটমফ্লোট-এর মহাপরিচালক মুস্তফা কাসকা এবং এসভেজদার মহাপরিচালক সের্গেই সেলুইকা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি মোতাবেক এসভেজদা জাহাজনির্মান কমপ্লেক্স হবে লিডার-এর একমাত্র নির্মান প্রতিষ্ঠান। রসাটমের বাংলাদেশীয় গণমাধ্যম সংস্থা সূত্রে এই তথ্য জানা গেছে।

নতুন আইসব্রেকারটি চালু হলে আর্কটিক মহাসাগরের উত্তরভাগে নিয়মিত ও নিরাপদ কার্যক্রম পরিচালনা এবং নর্দার্ন সী রুটে সারা বছর ধরে জাহাজ চলাচল নিশ্চিত হবে। আইসব্রেকারটিতে মোট ১২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু'টি রুশ আরআইটিএম পারমাণবিক রিয়্যাক্টর বসানো হবে। ২২০ মিটার দীর্ঘ এবং ৪৭.৭ মিটার প্রস্থ আইসব্রেকার জাহাজটির সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ২২ নট এবং এটি সর্বোচ্চ ৪ মিটার পুরু বরফ কেটে এগোতে পারবে।

প্রসঙ্গত: রসাটম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার বহর পরিচালনা করছে।

(এসকেকে/এসপি/এপ্রিল ২৬, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test