E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত অন্তত ৪০

২০২০ মে ০৩ ১৩:৩৮:১১
ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত অন্তত ৪০

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার একটি কারাগারে দাঙ্গায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন। গত শুক্রবার দেশটির পর্তুগুয়েসা রাজ্যের লস লিয়ানোস কারাগারে এ দাঙ্গার ঘটনা ঘটে।

ভেনেজুয়েলান প্রিজন অবজারভেটরি জানিয়েছে, সম্প্রতি করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে বাড়তি কড়াকড়ি আরোপ করা হয়েছে দেশটির কারাগারগুলোতে। নতুন নিয়মে স্বজনদের কাছ থেকে খাবারপ্রাপ্তি বন্ধ হয়ে যাওয়ায় অসন্তোষ দেখা দেয় বন্দীদের মধ্যে।

তবে কারা কর্তৃপক্ষের দাবি, বন্দীরা জেল পালানোর চেষ্টা করছিলেন। এ ঘটনায় কারাগারের বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীসহ গভর্নরও আহত হয়েছেন।

ভেনেজুয়েলার কারা মন্ত্রী আইরিস ভ্যারেলা গণমাধ্যমকে জানিয়েছেন, কারাগারটিতে একটা ‘ঘটনা’ ঘটেছে। তবে এতে কতজন মারা গেছেন তা নিশ্চিত করেননি তিনি।

করোনা মহামারির পাশাপাশি লাতিন আমেরিকার দেশটিতে সম্প্রতি রাজনৈতিক সংকটও শুরু হছে। বেশ কিছুদিন থেকেই প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতার লড়াই নিয়ে দ্বন্দ্ব চলছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলার অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। লাখ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে বাধ্য হয়েছেন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ভেনেজুয়েলায় এ পর্যন্ত ৩৪৫ জনের শরীরে ধরা পড়েছে নভেল করোনাভাইরাস। মারা গেছেন অন্তত ১০ জন। বিবিসি।

(ওএস/এসপি/মে ০৩, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test