E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সপরিবারে করোনায় আক্রান্ত

২০২০ জুন ০১ ১৫:৫৪:১৮
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সপরিবারে করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাসিনিয়ান। এই প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, তিনি এবং তার পুরো পরিবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ফেসবুকে এক লাইভ ভিডিওতে প্রধানমন্ত্রী নিকোল বলেন, আমার শরীরে কোনো ধরনের উপসর্গ দেখা দেয়নি। তবুও আমি পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছি।

সে সময়ই তিনি নিজের এবং পরিবারের সদস্যদের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। আর্মেনিয়ার মোট জনসংখ্যা ৩০ লাখ। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪০২ জন।

এর মধ্যে মারা গেছে ১৩৯ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১২০ জন এবং মারা গেছে আরও ৮ জন। ইতোমধ্যেই সেখানে সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ৪০২ জন।

দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৫ হাজার ৮৬১টি। অপরদিকে ১০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। দেশটির প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের করোনায় আক্রান্তের বিষয়টি বেশ উদ্বেগজনক।

(ওএস/এসপি/জুন ০১, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test