E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় স্ত্রীকে হত্যার পর বাংলাদেশি হাবিবের আত্মহত্যা

২০২০ সেপ্টেম্বর ২৮ ১৫:৫১:৫৯
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় স্ত্রীকে হত্যার পর বাংলাদেশি হাবিবের আত্মহত্যা

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন আবুল আহসান হাবিব নামের এক বাংলাদেশি। স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ৯ টার দিকে ফিনিক্স শহরের লাভিন এলাকার বেসলাইন রোড এবং ৩৯ তম অ্যাভিনিউয়ের কাছে খুন-আত্মহত্যার এ ঘটনাটি ঘটে। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

ফিনিক্স পুলিশ জানিয়েছে, স্ত্রী সৈয়দা সোহেলি আক্তার (৪৩) ও তার স্বামী আবুল আহসান হাবিবকে (৫২) এর মধ্যে সাংসারিক নানা সমস্যা নিয়ে ঝগড়া চলছিল। এক পর্যায়ে হাবিব বাড়ি থেকে তার স্ত্রী সরিয়ে নেওয়ার জন্য ফোন করে পুলিশ ডাকেন। যদিও সে সময় তিনি সেখানে ছিলেন না। তবে ৯১১ নাম্বারে ফোন করার সময় তার প্রাপ্ত বয়স্ক পুত্র তার সাথে বাড়িতে ছিলেন বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক আদেশ পাওয়ার বিষয়ে তার সাথে কথা বলেন। এর আগে একবার হাবিব ও তার পুত্র তার বাড়ি থেকে চলে গেলে পরে তারা বাসায় ফিরে আসেন বলে জানা গেছে।
স্ত্রী যখন ৯১১ এ ফোন করছিল ঠিক সেই সময়েই গুলির শব্দ শুনতে পেয়েছেন পুলিশ প্রেরণকারীরা। এসময়ের মধ্যেই খুন-আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। পুলিশ এসে সোহেলি ও হাবিবকে মৃত অবস্থায় দেখতে পায়।

ফিনিক্স পুলিশ বিভাগের সার্জেন্ট টমি থম্পসন এ ঘটনাকে অবশ্যই একটি বিয়োগান্তক ঘটনা বলে উল্লেখ করেছেন। প্রতিবেশীরা রোববার সকালে তাদের বাড়ির বাইরে বিশাল অপরাধের একটি দৃশ্য দেখে তাদের প্রতিক্রিয়া পুলিশকে জানিয়েছেন।

প্রতিবেশি ক্যাথরিন রদ্রিগেজ জানান, দফায় দফায় কেবল পুলিশের গাড়ি এবং চারপাশের লোকেরা আসছিল। আমরা শুধু দেখছিলাম। এমনকি আমাদের দরজা জানালার পিছন থেকে এটি দেখতে পাচ্ছিলাম। ধারনা করছিলেমাম যে সেখানে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে।

পারিবারিক সহিংসতা পরামর্শক সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা মরিয়াহ মাহুন জানান, আরিজোনা জুড়ে পারিবারিক সহিংসতায় ক্ষতিগ্রস্থদের পক্ষে সমর্থন করেছেন এবং বলেছেন যে সাহায্যের আহ্বান হ্রাস পাচ্ছে, তবে মহামারীটি সহিংসতা বাড়িয়ে তুলতে পারে বলে উল্লেখ করেন মরিয়াহ।

তিনি বলেন,আসলে গত আড়াই বছরে প্রথমবারের মতো আমি বিছানা পেয়েছি, তবে আমরা ঘরোয়া সহিংসতার কারণে মৃত্যুর ঘটনা বাড়িয়ে দেখছি। সুতরাং আমাকে কী বলছে যে মহামারী এবং বেঁচে থাকা ব্যক্তির মধ্যে বিচ্ছিন্নতা।"আমরা যখন দেখছি তখন অপরাধীর তাত্পর্য থাকে না, মহামারীটি কী বাড়তে থাকে বা ঘরোয়া সহিংসতা বাড়িয়ে তোলে," মরিয়াহ মুহুন এ ব্যাপারে ব্যাখ্যা করেছিলেন।

ফিনিক্সে, পুলিশ বলেছে যে বছরের প্রথমার্ধে প্রায় ১শতটির মতো গৃহস্থালি সহিংসতার ঘটনা ঘটেছে। ২০১৯ সালে একই সময়ের ফ্রেমের তুলনায় এটি শতকরা ১৪০ শতাংশ বেশি।

উল্লেখ্য, ২০০৮ সালে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে দুই পুত্রসহ এই দম্পতি আরিজোনায় বসতি গড়েন। স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী। সোহেলী আকতারের একটি বিউটি পারলার রয়েছে। স্বামী কাজ করতেন একটি রেস্টুরেন্টে। করোনার কারণে উভয়েই বেকার হয়ে পড়েছেন। অর্থনৈতিক দৈন্যতার ফলে এ ঘটনাটি ঘটেছে বলেও অনেকেই ধারনা করেছেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২০)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test