E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কঙ্গোয় জাতিসংঘের গাড়িবহরে হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত

২০২১ ফেব্রুয়ারি ২২ ১৮:৫৯:১১
কঙ্গোয় জাতিসংঘের গাড়িবহরে হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত

আন্তর্জাতিক ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় জাতিসংঘের গাড়িবহরে হামলায় নিহত হয়েছেন দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও। সোমবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় পূর্বাঞ্চলীয় কানিয়ামাহোরো শহরের কাছে তাদের গাড়িবহরে হামলা হয়।

এসময় সঙ্গে থাকা এক নিরাপত্তা কর্মকর্তাও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন। নিহত তৃতীয় ব্যক্তি গাড়ির চালক ছিলেন।

এক বিবৃতিতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কঙ্গোয় জাতিসংঘ মিশনের গাড়িবহরের একই গাড়িতে যাচ্ছিলেন রাষ্ট্রদূত এবং ওই নিরাপত্তা কর্মকর্তা।

হামলাকারীরা তাদের গাড়িতে গুলি ছুড়লে প্রাণ হারান রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও। জাতিসংঘ কর্মকর্তাদের অপহরণের উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে ইতালীয় গণমাধ্যমগুলো।

তবে এ ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত নয়। কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।

কঙ্গোলিজ সেনাবাহিনী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হামলাকারীদের খুঁজতে ওই এলাকায় চিরুণী অভিযান চালানো হচ্ছে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, আত্তানাসিও ২০১৭ সাল থেকে কিনশাসায় ইতালীয় মিশনের প্রধান ছিলেন এবং ২০১৯ সালে তাকে রাষ্ট্রদূত করা হয়েছিল।

কঙ্গোর রুয়ান্ডা ও উগান্ডা সীমান্তবর্তী ভিরুঙ্গা অঞ্চলে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী কার্যক্রম চালায়। পার্ক রেঞ্জার্সরা প্রায়ই তাদের হামলার শিকার হন। গত মাসেই আচমকা হামলায় ছয় রেঞ্জার্স প্রাণ হারিয়েছেন। দ্য গার্ডিয়ান, এএফপি, রয়টার্স।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test