E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাইডেনের দুর্বলতার জন্য বিশ্ব সহিংস হয়ে উঠছে : ট্রাম্প

২০২১ মে ১২ ১৩:৪৮:৪৭
বাইডেনের দুর্বলতার জন্য বিশ্ব সহিংস হয়ে উঠছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে লক্ষ্য করে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে রকেট হামলা বেড়ে যাওয়ার পেছনে বাইডেন প্রশাসনের ‘দুর্বলতা ও সমর্থনের অভাব’কে দায়ী করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেছেন, তার শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় ছিল, কারণ তখন ইসরায়েলের শত্রুরা জানত, যুক্তরাষ্ট্র শক্তভাবে ইসরায়েলিদের পাশে রয়েছে আর তারা হামলার শিকার হলে মোক্ষম জবাব দেয়া হবে।

তিনি বলেন, কিন্তু বাইডেনের আমলে বিশ্ব ক্রমেই সহিংস এবং অস্থিতিশীল হয়ে উঠছে। এর কারণ বাইডেনের দুর্বলতা এবং ইসরায়েলের প্রতি সমর্থনের অভাব, যা আমাদের মিত্রদের নতুন হামলার মুখে ঠেলে দিচ্ছে।

সাবেক এ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সবসময় ইসরায়েলের পাশে থাকা উচিত এবং এটি পরিষ্কার বুঝিয়ে দিতে হবে যে, ফিলিস্তিনিদের অবশ্যই সহিংসতা, সন্ত্রাস ও রকেট হামলা বন্ধ করতে হবে। এটি পরিষ্কার করতে হবে যে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সবসময় শক্তভাবে সমর্থন করবে। নিউইয়র্ক পোস্ট।

(ওএস/এসপি/মে ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test