E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অল্পের জন্য রক্ষা পেলো মালয়েশিয়ার বিমান!

২০১৪ সেপ্টেম্বর ১৪ ১৪:৫৭:৪৪
অল্পের জন্য রক্ষা পেলো মালয়েশিয়ার বিমান!

আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক দুর্ঘটনায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের উপর গ্রাহকদের আস্থা তলানিতে ঠেকেছে। গতকাল শনিবার আরেকটি বিমান দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান। কুয়ালালামপুর থেকে হায়দ্রাবাদগামী বিমানটি উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট বিমানটি কুয়ালালাপুরেই অবতরণ করান। এ ঘটনায় বিমানের যাত্রীদের কোনো ক্ষতি না হলেও তাদের মধ্যে ভীতি দেখা দেয়।

শনিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে কুয়ালালামপুর থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা করে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১৯৮ বিমানটি। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রাত ২টায় আবারো কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

এয়ারলাইন্সের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই যান্ত্রিক ত্রুটির কারণে বিমান এবং এর যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। পাইলট নিরাপদে বিমানটিকে কুয়ালালাপুরে অবতরণে সক্ষম হয়েছেন। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয় এবং তাদের জন্যে পাশ্ববর্তী হোটেলে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

তবে বিমানটির অবতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ে। অনেকেই বলেছেন বিমানটিতে আগুন ধরে গিয়েছিলো, কেউ কেউ আবার বলছে বিমানটির জ্বালানি তেল ফুরিয়ে গিয়েছিলো।

রবিবার স্থানীয় সময় দুপুর ১২টায় বিমানটি আবারো হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা করেছে।

উল্লেখ, চলতি বছরের ৮ মার্চ ২৩৯ জন যাত্রী এবং ক্রু নিয়ে হারিয়ে যায় মালয়েশিয়ার এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি। যার কোনো হদিশ এখনো মেলেনি। ১৭ জুলাই ২৮৯ জন যাত্রী নিয়ে এইএইচ১৭ বিমানটিকে গুলি করে ভূপাতিত করে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা। ওই ঘটনায় বিমানের সকল যাত্রীর মৃত্যু হয়েছিলো।

(ওএস/অ/সেপ্টেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test