E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুকধারীর গুলি, নিহত ২

২০২১ অক্টোবর ২৬ ১৩:১৭:২৮
যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুকধারীর গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আট জন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) ইদাহোর বোয়িস টাউন স্কয়ারে গুলির এ ঘটনা ঘটে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতল শপিং মলটিতে হামলার সময় কয়েকশ মানুষ ছিলেন।

ঘটনার বিষয়ে এক সংবাদ সম্মেলনে বোয়িস পুলিশ প্রধান রায়ান লি বলেন, শপিং মলে অন্তত একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয় এবং আমাদের একজন সদস্য আহত হয়েছেন।

ওই ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এখন পর্যন্ত দুই জন মারা গেছেন। আপাতত ঘটনাস্থলের আশপাশের এলাকায় কোনো ধরনের হুমকি নেই বলেও জানান লি।

তবে হামলার কারণ জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা লি।

এর আগেও মার্চে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি মার্কেটে বন্দুকধারীর গুলিতে পুলিশের এক কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হন।

এদিকে, মার্কেটে বন্দুকধারীর গুলির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

(ওএস/এএস/অক্টোবর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

০৫ ডিসেম্বর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test