E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জ্বালানি তেলের দাম বাড়ায় কাজাখস্তানে বিক্ষোভ, জরুরি অবস্থা জারি

২০২২ জানুয়ারি ০৫ ১২:২৩:২৯
জ্বালানি তেলের দাম বাড়ায় কাজাখস্তানে বিক্ষোভ, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়ায় কাজাখস্তানে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের এ দেশটিতে বিক্ষোভ-সহিংসতার মধ্যেই বুধবার (৫ জানুয়ারি) জরুরি অবস্থা জারি করা হয়েছে।

জানা গেছে, দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশটির কিছু অংশে প্রেসিডেন্ট দুই সপ্তাহের জরুরি অবস্থা জরি করেছেন। বুধবার রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভের জারি করা একটি ডিক্রিতে বলা হয়, চলমান অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রীর পদত্যাগ গ্রহণ করেছেন তিনি।

তাছাড়া দেশটির উপ-প্রধানমন্ত্রী আলিখান স্মাইলভকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। জরুরি অবস্থায় রাতে কারফিউ ও গণসমাবেশের ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকবে।

কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটিতে হাজার হাজার মানুষের অংশগ্রহণে নজিরবিহীন বিক্ষোভ চলছে কয়েক দিন ধরে। তবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়েছে।

বিক্ষোভকারীরা সরে যেতে অস্বীকৃতি জানালে পুলিশ গুলি শুরু করে। এএফপির প্রতিবেদনে বলায়, বিক্ষোভে পাঁচ হাজারের বেশি মানুষ অংশ নেয়।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যের সীমা তুলে নেওয়ার ফলে দেশটির পশ্চিম ম্যাঙ্গিস্টাউ অঞ্চলের ঝানওজেন শহরে গত সপ্তাহের শেষের দিকে প্রাথমিকভাবে বিক্ষোভ শুরু হয়। তেল সমৃদ্ধ ঝানাওজেনে ২০১১ সালে বিভিন্ন ইস্যুতে ব্যাপক বিক্ষোভ হয়। সে সময় পুলিশের গুলিতে কয়েকডজন নিহত হয়।

(ওএস/এএস/জানুয়ারি ০৫, ২০২২)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test