E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিলেন সৌদি নারী

২০২২ জানুয়ারি ২০ ১৬:০৩:১৬
একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিলেন সৌদি নারী

আন্তর্জাতিক ডেস্ক : আনন্দঘন মুহূর্তের সাক্ষী হয়েছে সৌদি আরব। দেশটিতে গত ১২ জানুয়ারি এক নারী একসঙ্গে ৫ জোড়া অর্থাৎ ১০টি সন্তানের জন্ম দিয়েছেন। রাজধানী রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে স্বাভাবিকভাবেই ওই শিশুদের জন্ম হয়েছে বলে জানিয়েছে সৌদি গ্যাজেট।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই নারী ৫ জোড়া সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে।

গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই নারী সন্তান প্রসব করেন। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে নাগরিকদের সঙ্গে এই আনন্দের খবর শেয়ার করেছে।

ওই টুইটারের ফলোয়াররা মেডিকেল কর্মীদের ব্যাপক প্রশংসা করেছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, একটি দুর্দান্ত দলের অভাবনীয় সাফল্য এটি।

তিনি বলেন, আল্লাহ তাদের সফলতা দিন। এছাড়া হাসপাতালের পরিচালকের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। দেশটির অন্যতম বড় হাসপাতাল কিং সালমান আর্মড ফোর্সেস হসপিটাল। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

(ওএস/এসপি/জানুয়ারি ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test