E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'ভার্জিন ব্লু' ছিনতাই করা হয়নি

২০১৪ এপ্রিল ২৫ ১৪:৩৩:০০
'ভার্জিন ব্লু' ছিনতাই করা হয়নি

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমে বলা হলো, ব্রিসবেন থেকে বালিগামী উড়োজাহাজটিকে ছিনতাই করে বালির এনগুরাহ রায় বিমান‍বন্দরে অবতরণে বাধ্য করা হয়েছে।

খানিকবাদেই বলা হলো, উড়োজাহাজটিকে ‘পরিষ্কারভাবে ছিনতাইয়ের’ চেষ্টা করা হয়েছে, তবে এ ঘটনায় জড়িত সন্দেহে এক যাত্রীকে আটক করা হয়েছে। সর্বশেষ বলা হচ্ছে, মদ্যপ একযাত্রী ককপিটে প্রবেশের চেষ্টা করেছেন, এবং উড়োজাহাজটি ছিনতাই হয়নি।

শুক্রবার দুপুরে ইন্দোনেশিয়ার মেট্রো টেলিভিশনে এ ধরনের কয়েক দফা ব্রেকিং নিউজ প্রচারের পর আলোড়িত হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও। তবে দুপুর সোয়া দুইটা পর্যন্ত ভার্জিন ব্লু এয়ারলাইন্সের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, ওই যাত্রী মদ্যপ ছিলেন বলে ককপিটের দরজায় গিয়ে আঘাত করেছেন, এবং উড়োজাহাজটি ছিনতাই করা হয়নি।

ইন্দোনেশিয়ান বিমান বাহিনীর একজন মুখপাত্র সংবাদ মাধ্যম বিবিসিকে জানান, সেনাবাহিনী উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে।

ভার্জিন ব্লু এয়ারলাইন্সের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ইন্দোনেশিয়ান সংবাদ মাধ্যমগুলো বলছে, ওই যাত্রী মাতাল ছিলেন এবং উড়োজাহাজটি ছিনতাই করা হয়নি।

বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

(ওএস/অ/এপ্রিল ২৫, ২০১৪)

অস্ট্রেলিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই

অস্ট্রেলিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test