E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হংকং সরকারকে বিক্ষোভকারীদের আল্টিমেটাম

২০১৪ সেপ্টেম্বর ৩০ ১১:১৫:৪১
হংকং সরকারকে বিক্ষোভকারীদের আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক : দাবি পূরণে হংকং সরকারকে সময় বেঁধে দিয়েছে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা। আগামী বুধবারের (১ অক্টোবর) মধ্যে সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। খবর এপি’র।

অকুপাই সেন্ট্রালের অসহযোগ আন্দোলন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ১ অক্টোবরের মধ্যে শহরের প্রধান নির্বাহী লেউং চুন-ইংকে জনগণের দাবি পূরণ করতে হবে। এ ছাড়া তাকে পদত্যাগেরও আহ্বান জানানো হয়েছে।

অকুপাই সেন্ট্রালের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নতুন করে জনতার প্রতি সরকারকে অসহযোগিতার আহ্বান জানাবে।

আগামী বুধবার চীনা জাতীয় দিবস। এ উপলক্ষ্যে ওইদিন বিক্ষোভকারীদের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

গত রাতেও (সোমবার রাত) বিক্ষোভকারীরা হংকংয়ের রাজপথ দখল করে ছিল। তবে দাঙ্গা পুলিশ উঠিয়ে নেওয়ায় সেখানকার পরিবেশ অনেকটা শান্ত হয়ে এসেছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test