E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতসহ ১৬ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা সৌদি আরবের

২০২২ মে ২৩ ১১:১১:২৯
ভারতসহ ১৬ দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকদের ভারতসহ ১৬টি দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। ওই সব দেশে ফের করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সৌদির পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এ তথ্য জানিয়েছেন। খবর সৌদি গেজেটের।

জানা গেছে, সৌদি নাগরিকরা লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনেজুয়েলায় ভ্রমণ করতে পারবেন না।

এদিকে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকদের আশ্বস্ত করে জানিয়েছে, দেশের কোথাও এখন পর্যন্ত মাঙ্কিপক্স শনাক্ত হয়নি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আসিরি বলেন, সন্দেহজনক মাঙ্কিপক্স শনাক্ত ও পর্যবেক্ষণের সক্ষমতা সৌদির রয়েছে। তাছাড়া সংক্রামক রোগটি শনাক্ত হলে এর বিরুদ্ধে লড়াই করতে পারবে তার দেশ।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা জানিয়েছেন, আফ্রিকার বাইরে বিশ্বের ১৫টি দেশে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

(ওএস/এএস/মে ২৩, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test