E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতে দাঙ্গা, আটক ১৪০

২০১৪ সেপ্টেম্বর ৩০ ১৭:০৪:২৩
ভারতে দাঙ্গা, আটক ১৪০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় তার নিজ রাজ্য গুজরাটে ভদোদারা শহরে হিন্দু-মুসলিম দাঙ্গা দেখা দিয়েছে। দাঙ্গার সময় দুইজনকে ছুরিকাহত করাসহ অনেক আহত হয়েছে। পুলিশ দাঙ্গায় জড়িত সন্দেহে ১৪০ জনকে আটক করেছে। ফেসবুকে একটি ছবি পোস্ট করার ঘটনায় এ দাঙ্গার সূচনা হয় নয়াদিল্লিতে ভারতীয় কর্মকর্তারা জানান।

গুজরাট সরকার ভদোদারা শহরে দাঙ্গা নিয়ন্ত্রণে শনিবার দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে। সরকার পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করার জন্য ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়া সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেখানে মোবাইল টেলিফোন, ইন্টারনেট ও টেক্সট ম্যাসেজ পাঠানো চার দিনের জন্য স্থগিত করেছে। শহরটির পুলিশ কমিশনার ই রাধাকৃষ্ণনান বলেন, আমরা রোববার সন্ধ্যায় ১৪০ জনকে গ্রেফতার করেছি। দু’জন ছুরিকাহত হওয়ার পর এদের আটক করা হয়। আহতদের মেডিক্যাল পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওয়েবসাইটে ইসলামকে অবমাননা করে একটি ছবি প্রচার করার ঘটনাকে কেন্দ্র করে এ দাঙ্গার সৃষ্টি হয় বলে শহরটির একজন সিনিয়র কর্মকর্তা জানান।

উল্লেখ্য, মোদি ২০১৪ সালে ভদোদারা ও বারানশি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে তিনি হিন্দুদের পবিত্র শহর বারানশি আসনটি রেখে এ আসনটি ছেড়ে দেন। ২০০২ সালে গুজরাটের দাঙ্গায় প্রায় দুই হাজার মুসলমানকে হত্যা করা হয়। সে সময় মোদি রাজ্যটির মুখ্যমন্ত্রী থাকলেও দাঙ্গা রোধে তিনি তেমন কিছু করেননি বলে অভিযোগ রয়েছে। আর এ কারনে কারণে ২০০৫ সালে যুক্তরাষ্ট্র মোদির ভিসা বাতিল করে। এরপর প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্র তাকে স্বাগত জানানো থেকে বিরত ছিল।
সূত্রঃ রয়টার্স

(ওএস/অ/সেপ্টেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test