E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাতক আসামী তারেক যা বললেন...

২০১৪ সেপ্টেম্বর ৩০ ২১:৫১:৩৬
পলাতক আসামী তারেক যা বললেন...

আন্তর্জাতিক ডেস্ক : এবার আরও এক ধাপ এগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ ও ‘জাতির হত্যাকারী’ বলে উল্লেখ করলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও কয়েকটি মামলার পলাতক আসামী তারেক রহমান। অবশ্য এর আগেও বিভিন্ন সময়ে বক্তৃতায় তারেক বঙ্গবন্ধুকে ‘অবৈধ প্রধানমন্ত্রী’ বলেছিলেন।

লন্ডনের ইয়র্ক হলে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত তিনটায় যুক্তরাজ্য বিএনপি আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে জিয়াউর রহমান সড়কের নামফলক হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই বাংলাদেশবিরোধী। দলটির নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ চাননি, অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ আখ্যায়িত করে তারেক রহমান বলেন, শেখ মুজিবের যুদ্ধ-প্রস্তুতি না থাকায় যুদ্ধে অনেক মানুষ প্রাণ হারিয়েছিলেন। তিনি ইতিহাসে ‘জাতির হত্যাকারী’ হিসেবেই চিহ্নিত থাকবেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ও আহমেদ আজম খান, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের জেসি হোয়াইটের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শাহ মোজাম্মেল প্রমুখ।

(ওএস/অ/সেপ্টেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test