E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইএসবিরোধী অভিযানে অংশ নেবে না ভারত

২০১৪ অক্টোবর ০১ ১২:০০:০৩
আইএসবিরোধী অভিযানে অংশ নেবে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া ও ইরাকে আইএস’র (ইসলামিক স্টেট) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত অভিযানে অংশ নেবে না ভারত। তবে সন্ত্রাস নির্মূলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে কাজ করবে তারা। নিউইয়র্কে মোদি-ওবামার বৈঠকের বিষয়ে ব্রিফিংকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার এ কথা জানান। খবর এনডিটিভির।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে মঙ্গলবারের ৯০ মিনিটের আলোচনায় সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাঈদ আকবরউদ্দিন বলেন, ‘আন্তর্জাতিক বিষয়গুলোতে আমাদের মধ্যে বেশ মিল রয়েছে। আমরা দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদের চ্যালঞ্জ ও পশ্চিম এশিয়ার নতুন হুমকির বিষয়ে আলোচনা করেছি।’

তিনি জানান, উভয় দেশ গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহযোগিতার ব্যাপারে একমত হয়েছে।

তিনি বলেন, ‘আইএসকে দমনে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মিত্রবাহিনীতে ভারত যোগ দেবে না।’

এর আগে বিজেপি নেতা সাবরামাইয়া স্বামী বলেছিলেন, ‘মোদি ওবামাকে নিশ্চিত করেছেন যে, ভারত আইএসবিরোধী যুদ্ধে যোগ দেবে।’

প্রসঙ্গত, সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ৪০টি দেশ যোগ দিয়েছে। এ ছাড়া ইরাকেও আইএসকে দমনে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

(ওএস/এইচআর/অক্টোবর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test