E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লিবিয়ার বেনগাজিতে আত্মঘাতী বোমা হামলা, ৪০ সেনা নিহত

২০১৪ অক্টোবর ০৩ ০৯:৪০:১৭
লিবিয়ার বেনগাজিতে আত্মঘাতী বোমা হামলা, ৪০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার লিবিয়ার বেনগাজিতে এক সিরিজ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ সেনা নিহত হয়েছে। সাবেক এক জেনারেলের সমর্থকদের ওপর এ হামলা চালানো হয়।

বেনগাজির বেনিনা বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সাবেক জেনারেল খলিফা হাফতারের অনুগত সৈন্য ও একটি বিদ্রোহী সংগঠনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চারটি আত্মঘাতী বোমা হামলায় হাফতারের অনুগত অন্তত ৪০ সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

বেনগাজির নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে ওই বিমানঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ। ঘাঁটিটিতে প্রচুর পরিমাণে ভারী অস্ত্র রয়েছে।

শূরা কাউন্সিল অব বেনগাজি রেভ্যুলেশনারিজ এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি সিরিয়ার আনসার আল-শরিয়ার সঙ্গে সংযুক্ত।

হাফতারের অনুগত সেনাবাহিনীর বিশেষ ব্রিগেড আনসার আল-শরিয়াসহ বিভিন্ন ইসলামী সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই ব্রিগেডের সদস্যদের ওপর ত্রিপোলিতে ২০১২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা ও তাদের রাষ্ট্রদূতকে হত্যার অভিযোগ রয়েছে।

(ওএস/অ/অক্টোবর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test