E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিঙ্গাপুরে বাংলাদেশীর কারাদণ্ড

২০১৪ অক্টোবর ০৩ ১০:৪৯:৫৬
সিঙ্গাপুরে বাংলাদেশীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : যৌন হয়রানির অভিযোগে বৃহস্পতিবার সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশী নির্মাণ শ্রমিক একেএম শফিউল হাসান শুভকে ১৪ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

২৬ বছর বয়সী ওই বাংলাদেশী যুবক তার সাপ্তাহিক ছুটির দিনগুলোকে যৌন হয়রানির কাজে ব্যবহার করে চলছিল। এজন্য সে সিঙ্গাপুরের এম আরটি ট্রেন বেছে নেয়। ট্রেনযাত্রী তরুণীরা ছিল তার লালসার শিকার।

আদালতে দেয়া জবানবন্দিতে ওই যুবক স্বীকার করে যে, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে সে তিন জন নারীর ওপর যৌন নিপীড়ন চালায়। একটি ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে। তবে জামিনে বেরিয়ে সে একই ট্রেনে চতুর্থ অপরাধ সংঘটিত করে।

শুভ দোষী সাব্যস্ত হন এবং ১লা অক্টোবর আদালত তাকে ১৪ মাসের কারাদণ্ড প্রদান করে। আদালতের শুনানিতে বলা হয়, গত ৩রা এপ্রিল শুভ সিটি হল এমআরটি স্টেশন থেকে ওঠেন এবং ২১ বছর বয়সী এক ছাত্রীর পাশে বসেন।

একপর্যায়ে সে ওই ছাত্রীর স্তন স্পর্শ করে। বিস্মিত ক্ষুব্ধ ছাত্রীটি তাৎক্ষণিক তার আসন থেকে উঠে দাঁড়ান। হেঁটে পাশের কেবিনে যান এবং পরে এসএমআরটি স্টাফের কাছে অভিযোগ করেন।

(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০১৪ )

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test