E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেনগাজিতে ইসলামপন্থীদের সঙ্গে সংঘর্ষে ১২ সেনা নিহত

২০১৪ অক্টোবর ০৪ ১০:৪১:৫০
বেনগাজিতে ইসলামপন্থীদের সঙ্গে সংঘর্ষে ১২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর বেনগাজিতে সশস্ত্র সংঘর্ষে দেশটির ১২ সেনা সদস্য নিহত ও ৪৫ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বেনগাজি বিমানবন্দরের কাছে শুক্রবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার দেশটির ইসলামপন্থী দল নতুন করে বেনগাজির বিমানবন্দরে হামলা চালায়। বন্দরনগরী বেনগাজির সর্বশেষ সরকারি ঘাঁটি ওই বিমানবন্দর।

ইসলামপন্থীরা এরইমধ্যে বেনগাজির বেশ কয়েকটি সেনাঘাঁটির দখল নিয়েছে।

এদিকে, বৃহস্পতিবারের হামলায় ২৯ সেনা নিহত হয়েছেন।

সাবেক জেনারেল খালিফা হাফতারের ব্রিগেডের সঙ্গে বিশেষ সেনাবাহিনী ইসলামপন্থীদের দমনে সেখানে লড়াই করে যাচ্ছে।এসব ইসলামপন্থীদের আনসার আল-শারিয়াও আছে। ২০১২ সালে লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হত্যাকাণ্ডের জন্য আনসার আল-শারিয়াকে দায়ি করে আসছে ওয়াশিংটন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

(ওএস/এইচআর/অক্টোবর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test