E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাক-ভারত সীমান্তে গুলিবিনিময় : নিহত ৯ জন

২০১৪ অক্টোবর ০৬ ১৯:৫৪:০০
পাক-ভারত সীমান্তে গুলিবিনিময় : নিহত ৯ জন

নিউজ ডেস্ক, ঢাকা : পাক-ভারত সীমান্তে স্মরনকালের মর্মান্তিক গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে পবিত্র ঈদের দিনে। বরাবরের মতই এই ঘটনার পরে উভয়পক্ষই একে অপরকে দোষারোপ করছে। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ৯ জন নিহত ও আরো ৩০ জনের মত আহত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু ও এক মহিলাও রয়েছেন।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগ বা আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, শিয়ালকোট সেক্টরে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বা বিএফএফের গুলিবর্ষণে অন্তত ৪ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। বিনা উস্কানিতে বিএসফএফ গুলি চালিয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় গুলিবর্ষণের যথাযথ জবাব দিয়েছে পাকিস্তানের রেঞ্জার্সরা। এ ছাড়া নিয়ন্ত্রণ রেখা হিসেবে পরিচিত কাশ্মির সীমান্তের নিকিয়াল, কারেলা, কোট কেত্রা, হট স্প্রিং এবং জানদ্রোদ সেক্টরেও গুলি বর্ষণ চালিয়েছে বিএসএফ।

এদিকে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জম্মু সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণে অন্তত ৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। জম্মুর অরনিয়া সীমান্তে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশের এক পদস্থ কর্মকর্তা। তিনি বলেন, সীমান্ত থেকে চার মাইল দূরে অবস্থিত অরনিয়ার বাস স্টেশনে পাকিস্তানি মর্টারের গোলা আঘাত হেনেছে । ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত ভারতীয় গ্রামগুলোতে ত্রাসের সৃষ্টি হয়েছে।

(ওএস/পি/অক্টোবর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test