E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবারও আটক রাহুল গান্ধী

২০২২ আগস্ট ০৫ ১৪:৪২:২৯
আবারও আটক রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সংসদ ভবনের বাইরে রাহুল গান্ধীসহ একাধিক কংগ্রেস সংসদ সদস্যকে আটক করেছে দিল্লি পুলিশ। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও খাদ্যপণ্যের ওপর জিএসটি বসানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস।

বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী। বিজয় চক পৌঁছনোর আগেই তাকে আটক করে দিল্লি পুলিশ। সংসদ ভবন চত্বরে সোনিয়া গান্ধীও বিক্ষোভে অংশ নেন।

দেশজুড়ে বিক্ষোভ আন্দোলন করছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও করারও কর্মসূচি ছিল কংগ্রেসের। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে জানা গেছে।

আটকের আগে সাংবাদিকদের রাহুল অভিযোগ করে বলেন, দেশে এখন আর গণতন্ত্র অবশিষ্ট নেই। মাত্র চার জন মানুষের রাজত্ব চলছে। এর আগেও তাকে

এর আগেও রাজধানী নয়াদিল্লিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে গেলে তাকে আটক করা হয়েছিল। যদিও পরে ছেড়ে দেয় বিজেপি সরকার।

তথ্যসূত্র : এনডিটিভি, আনন্দবাজার

(ওএস/এএস/আগস্ট ০৫, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test