E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অর্থনৈতিক সংকট আরও এক বছর স্থায়ী হবে শ্রীলঙ্কায়

২০২২ আগস্ট ০৬ ১৮:১৮:৫১
অর্থনৈতিক সংকট আরও এক বছর স্থায়ী হবে শ্রীলঙ্কায়

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট শিগগিরই শেষ হচ্ছে না। দেশটির নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, সংকট কাটতে আরও এক বছর লাগবে। তাছাড়া অর্থনীতিকে পুনরুদ্ধার করতে তিনি লজিস্টিকস ও নিউক্লিয়ার এনার্জির দিকে নজর দেওয়ার কথাও জানান। শনিবার (৬ আগস্ট) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শুক্রবার অনুষ্ঠিত ‘লেটস রিসেট শ্রীলঙ্কা’ শীর্ষক দুই দিনের সম্মেলনে বিক্রমাসিংহে বলেন, দেশের সংস্কারের জন্যও উচ্চ কর আরোপের প্রয়োজন হবে।

তিনি বলেন, চলতি বছরের বাকি সময় ও আগামী বছর আমাদের কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। তাই দেউলিয়া থেকে মুক্ত হতে হলে অন্যান্যখাতে গুরুত্ব দিতে হবে।

এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় কিছুদিন আগে ডিজেলের দাম কমিয়েছিল শ্রীলঙ্কা। সেই অনুসারে এবার বাসভাড়াও কমালো ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়া দেশটি। শ্রীলঙ্কার জাতীয় পরিবহন কমিশনের (এনটিসি) মহাপরিচালক ড. নীলান মিরান্ডা বলেছেন, যাত্রীদের ডিজেলের দাম কমার সুবিধা দিতে বাসভাড়া ১১ দশমিক ১৪ শতাংশ কমানো হয়েছে।

তাছাড়া দেশটিতে এলপি গ্যাসের দাম কমানোরও ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (৮ আগস্ট) মধ্যরাত থেকে নতুন মূল্য কার্যকর হবে। দ্বীপ দেশটির সবচেয়ে বড় গ্যাস কোম্পানি লিটরোর চেয়ারম্যান মুদিথা পিরিস এ তথ্য নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় ও ভোক্তাবিষয়ক কর্তৃপক্ষ কর্তৃক প্রবর্তিত গ্যাসের দামের তথ্য অনুযায়ী, ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারে দাম কমতে পারে ২০০ রুপির বেশি। এর আগে অর্থাৎ ১১ জুলাই সিলিন্ডারটির দাম বেড়ে চার হাজার নয়শ দশ রুপিতে দাঁড়ায়।

(ওএস/এসপি/আগস্ট ০৬, ২০২২)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test