E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিনল্যান্ডের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান

২০২২ আগস্ট ১৯ ১২:২৯:৩৩
ফিনল্যান্ডের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক : আকাশসীমায় রাশিয়ার যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ এনেছে ফিনল্যান্ড। হেলসিংকির দাবি, দুটি রুশ মিগ–৩১ যুদ্ধবিমান ফিনল্যান্ড উপসাগরের উপকূলবর্তী শহর পোরভোর আকাশসীমায় অনুপ্রবেশ করে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যোগাযোগবিষয়ক প্রধান ক্রিস্টিয়ান ভাক্কুরি জানান, যুদ্ধবিমান দুটি পশ্চিমে অগ্রসর হচ্ছিল। ফিনল্যান্ডের আকাশসীমায় রুশ যুদ্ধবিমান দুই মিনিট অবস্থান করে বলেও জানান তিনি।

ক্রিস্টিয়ান ভাক্কুরি আরও বলেন, ‘রাশিয়ার যুদ্ধবিমান দুটি ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে এক কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে। ’তবে রাশিয়ার যুদ্ধবিমান স্বেচ্ছায় আকাশসীমা ছেড়ে যায় নাকি ফিনল্যান্ডের সামরিক বাহিনী যুদ্ধবিমান দুটিকে পিছু হটতে বাধ্য করে সেটা নিশ্চিত করেননি তিনি।

ফিনিশ বিমান বাহিনী ‘একটি অপারেশনাল ফ্লাইট মিশন’ পাঠিয়েছে এবং মিগ-৩১ যুদ্ধবিমান চিহ্নিত করেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো ক্রেমলিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদ চাওয়া নিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর মধ্যে এমন ঘটনা ঘটলো। রাশিয়ার সঙ্গে এক হাজার ৩০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। দেশটি কোনো সামরিক জোটের সদস্য ছিল না। গত মে মাসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ড আবেদন করে। এতেই নারাজ মস্কো।

এর আগে ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে ফিনল্যান্ডকে সতর্ক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে পুতিন বলেন, বর্তমানে ফিনল্যান্ডের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই। তবে এ অবস্থায় ফিনল্যান্ড তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসলে তা হবে একটি ‘ভুল’ সিদ্ধান্ত।

তথ্যসূত্র : আল-জাজিরা

(ওএস/এএস/আগস্ট ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test