E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্রে ব্লাক ফ্রাইডেতে রেকর্ড ৯০০ কোটি ডলার বিক্রি অনলাইনে

২০২২ নভেম্বর ২৮ ০০:৩৪:১৯
যুক্তরাষ্ট্রে ব্লাক ফ্রাইডেতে রেকর্ড ৯০০ কোটি ডলার বিক্রি অনলাইনে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে বড়দিনের আমেজ। দেশটিতে বড়দিন উপলক্ষে ব্লাক ফ্রাইডে থেকে শপিং মৌসুম শুরু হয়। চলতি বছরের ব্লাক ফ্রাইডেতে ভোক্তারা অনলাইন শপিংয়ে ৯০০ কোটি ডলারের বেশি ব্যয় করেছে। খুচরা বিক্রির ওয়েবসাইট ট্রাক করা অ্যাডোবি এ তথ্য জানিয়েছে। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আডোবি জানিয়েছে, বার্ষিকভিত্তিতে থ্যাঙ্কসগিভিংয়ের পরের দিন সামগ্রিকভাবে অনলাইন বিক্রি বেড়েছে দুই দশমিক তিন শতাংশ। তাছাড়া অনলাইন বিক্রি অক্টোবরে গড় দিনের তুলনায় ২২১ শাতংশ বেড়েছে। ভোক্তরা সবচেয়ে বেশি কিনেছে ইলেকট্রনিক্সের পণ্য। তারপরেই রয়েছে খেলনার অবস্থান, যার বিক্রি বেড়েছে ২৮৫ শতাংশ। তাছাড়া ব্যায়াম সরঞ্জামের বিক্রি বেড়েছে ২১৮ শতাংশ।

অনেক ভোক্তরাই বিভিন্ন অফারে পণ্য কিনেেছেন। কারণ দেশটির নাগরিকরা এরই মধ্যে উচ্চ মূল্যস্ফীতিতে জর্জরিত। এদিকে গত সপ্তাহের তুলনায় আগে কেনো পরে অর্থ পরিশোধ করো নীতিতে বিক্রি বেড়েছ ৭৮ শতাংশ।

ডিজনি এনক্যান্টোর প্রতিবেদন অনুযায়ী, এই বছরের সবচেয়ে জনপ্রিয় আইটেমগুলোর মধ্যে রয়েছে গেমিং কনসোল, ড্রোন, অ্যাপল ম্যাকবুক, ডাইসন পণ্য, ফোর্টনাইট, রব্লক্স, ব্লুই, ফানকো পপ-এর মতো খেলনা।

ব্লাক ফ্রাইডের ক্রেতারা মোবাইলের অর্ডারের রেকর্ডও ভেঙেছেন। অনলাইন বিক্রির ৪৮ শতাংশ ছিল মোবাইল ফোনের, যা গত বছরের ৪৪ শতাংশ থেকে বেশি।

থ্যাঙ্কসগিভিং কেনাকাটার পরে ব্লাক ফ্রাইডেতে এমন শক্তিশালী পরিসংখ্যান সামনে এল। থ্যাঙ্কসগিভিংয়ে রেকর্ড ৫ দশমিক ২৯ বিলিয়ন ডলার বিক্রি হয়, যা আগের বছরের চেয়ে দুই দশমিক নয় শতাংশ বেশি।

(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test