E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৌদির অর্থনীতি ট্রিলিয়ন ডলারের ক্লাবে

২০২৩ সেপ্টেম্বর ২৩ ১৬:৫১:২৬
সৌদির অর্থনীতি ট্রিলিয়ন ডলারের ক্লাবে

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেছে সৌদির অর্থনীতি। দেশটির মোট দেশীয় উৎপাদন (জিডিপি) এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০২৫ সালের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এমন অর্জন দেখলো দেশটি। সৌদির ৯৩তম জাতীয় দিবসে এই তথ্য জানিয়েছে ফেডারেশন অব সৌদি চেম্বারস।

সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থনীতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৭ শতাংশ, যা জি২০ দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। উৎপাদন সক্ষমতা বাড়ার কারণেই এমন প্রবৃদ্ধি দেখেছে দেশটি। তাছাড়া স্থানীয় মুদ্রার ডিপোজিটও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

জিডিপিতে বেসরাকারিখাত ১ দশমিক ৬৩৪ ট্রিলিয়ন সৌদি রিয়াল যোগ করেছে, যা জিডিপির ৪১ শতাংশ। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৩ শতাংশ।

দেশটিতে বেসরকারি বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৯০৭ দশমিক ৫ বিলিয়ন সৌদি রিয়াল। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৬ শতাংশ। বেসরকারিখাতে কর্মীর সংখ্যাও বেড়েছে। ২০২১ সালে যেখানে কর্মী ছিল ৮ মিলিয়নের সামান্য বেশি, ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় সাড়ে ৯ মিলিয়নে। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১৬ দশমিক ৬ শতাংশ।

মূলত অর্থনৈতিক বৈচিত্রতায় নজর দেওয়ার কারণেই এমন সফলতার পথে সৌদি। দেশটির পণ্য ও সেবার রপ্তানি বেড়েছে ৫৪ দশমিক ৪ শতাংশ। তাছারা রপ্তানি সক্ষমতা ২০২১ সালের ৩৩ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৩৯ শতাংশে দাঁড়িয়েছে।

এদিকে অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে ভারত। এরই মধ্যে যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ হয়েছে দক্ষিণ এশিয়ার জনবহুল এই দেশটি। ভারতের রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর মাইকেল ডি পাত্রা বলেন, ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। এসময় অর্থনীতির আকার দাঁড়াবে ৫ ট্রিলিয়ন ডলারে।

ন্যাশনাল ব্যাংক অব কম্বোডিয়া আয়োজিত ১৬তম এসইএসিএন-বিএইএস উচ্চ-স্তরের সেমিনারে পাত্রা বলেন, আগামী দুই দশকে বৈশ্বিক অর্থনীতির কেন্দ্র যাবে পূর্ব এশিয়ার দিকে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test