E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মত পাল্টে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে পিটিআই

২০২৪ ফেব্রুয়ারি ১৯ ১৩:১৭:৫৩
মত পাল্টে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক : কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনে নতুন প্রচেষ্টার অংশ হিসেবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সঙ্গে জোট সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 

বিরোধীদলের আসনে বসার আগ্রহ প্রকাশের দুই দিনের যেতে না যেতেই মত পাল্টে রবিবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতারা কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনের বিষয়ে নতুন করে আশাবাদ প্রকাশ করেন।

নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন দাবি জোরদার করতে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নিজেদের পক্ষের আসনসংখ্যা বাড়াতে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোট করার বিষয়ে পিটিআই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

পিটিআই কেন্দ্র এবং পাঞ্জাবে ওয়াদাত-ই-মুসলিমিন, খাইবার পাখতুনখাওয়ায় জামায়াতে ইসলামি সঙ্গে জোট গড়তে চেয়েছিল। কিন্তু জামায়াতে ইসলামি জানিয়েছে তারা খাইবার পাখতুনখাওয়ার আংশিক জোটে আগ্রহী নয়। ফলে প্রদেশটিতে সরকার গঠনে জমিয়তে উলামায়ে ইসলাম-নাজরিয়াতি এবং তেহরিক-ই-ইনকিলাবের সঙ্গে যোগাযোগ করছে পিটিআই।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

২২ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test