E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এআই নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের যুগান্তকারী চুক্তি সই

২০২৪ এপ্রিল ০৩ ১২:৫০:৪৬
এআই নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের যুগান্তকারী চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরীক্ষায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে একটি যুগান্তকারী চুক্তি সই করেছে। খবর বিবিসির।

এআই টুলস ও সিস্টেমের নিরাপত্তার মূল্যায়নের জন্য মজবুত এক পদ্ধতির উন্নয়নে দুই দেশই একসঙ্গে কাজ করবে। সোমবার সই হওয়া চুক্তিতে এমনটি বলা হয়েছে।

এই প্রথম এমন দ্বিপক্ষীয় চুক্তিতে গেল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী মিশেল ডোনেলান বলেন, এ ধরনের প্রযুক্তি আমাদের প্রজন্মের জন্য চ্যালেঞ্জ।

তিনি বলেন, আমরা সর্বদা স্পষ্ট বলেছি যে, এআইয়ের নিরাপদ বিকাশ নিশ্চিত করা বৈশ্বিক ইস্যু।

তিনি আরও বলেন, শুধুমাত্র একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা প্রযুক্তির ঝুঁকি মোকাবেলা করতে পারি এবং এর বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে পারি, যা আমাদের সবাইকে সহজ ও স্বাস্থ্যকর জীবনযাপনের সহায়ক।

মন্ত্রী জানান, ২০২৩ সালের নভেম্বরে ব্লেচলি পার্কে অনুষ্ঠিত এআই সেফটি সামিটের বিভিন্ন অঙ্গীকারের ওপর ভিত্তি করে চুক্তিটি রচিত।

অনুষ্ঠানে ওপেন এআইয়ের স্যাম অল্টম্যান, গুগল ডিপমাইন্ডের ডেমিস হাসাবিস ও টেক ধনকুবের ইলন মাস্কসহ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রধানরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/এপ্রিল ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test